বছরজুড়ে অস্থিরতা, সোনার দামে রেকর্ডের পর রেকর্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

দেশের বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। চলতি ২০২৫ সালজুড়ে সোনার দাম ব্যাপক ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। এরইমধ্যে চলতি বছরে সোনার দাম ৮৪ বার পরিবর্তন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৮ বার এবং কমেছে ২৬ বার। এতে এক বছরের মধ্যে এক ভরি সোনার দাম ৮২ হাজার ৭৭৯ টাকা বেড়ে গেছে। সোনার সর্বোচ্চ দামের ক্ষেত্রে হয়েছে একের পর এক রেকর্ড।


দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সংশ্লিষ্ট কমিটি সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) বৈঠক করে সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যে দাম ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।


বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৪১১ টাকা বাড়িয়ে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও