মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকায় ২৮ জনের নাম

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩

অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর এখন পর্যন্ত ২৮ জনকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ছিল না। এখন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এই নামগুলো গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পান এমন ৩৩৬ জনের গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার।


অন্যদিকে মুক্তিযোদ্ধা তালিকায় নতুন নামও অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৮৪ জনের নামের তালিকা করা হয়েছে, যাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব অভিযোগ ও আবেদন জমা পড়েছে, তা যাচাই–বাছাই ও শুনানি শেষে মুক্তিযুদ্ধের সহযোগী, মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও নতুন মুক্তিযোদ্ধার গেজেট করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়ে বলেছে, যাচাই–বাছাই ও শুনানি চলমান। এ প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও