আইসিইব্লক অ্যাপে নিষেধাজ্ঞা ঘিরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

আইসিইব্লক নামের একটি মোবাইল অ্যাপ ঘিরে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি, মতপ্রকাশের স্বাধীনতা ও সরকারি চাপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।


অ্যাপটির নির্মাতা জোশুয়া অ্যারন ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, অ্যাপ স্টোর থেকে আইসিইব্লক সরাতে অ্যাপলকে চাপ দিয়ে সরকার ক্ষমতার অপব্যবহার করেছে এবং এতে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।


ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে করা অভিযোগপত্রে অ্যারন বলেন, আইসিইব্লক এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা নিজেদের এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই প্রতিনিধিদের উপস্থিতি দেখলে অন্যদের সতর্ক করতে পারেন। তার দাবি, যে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম প্রকাশ্যে দেখা যায়, তা নিয়ে তথ্য শেয়ার করতে পারা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় সুরক্ষিত বক্তব্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও