থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘাতে ১৫০ জনের বেশি বাংলাদেশি অভিবাসী বাস্তুচ্যুত

ডেইলি স্টার কম্বোডিয়া প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দুই সপ্তাহ ধরে চলমান সংঘাতে ১৫০ জনের বেশি বাংলাদেশি অভিবাসী বাস্তুচ্যুত হয়েছেন।


কম্বোডিয়ার একটি অভিবাসন কেন্দ্রে আশ্রয় নেয়া কয়েকজন বাংলাদেশি অভিবাসী দ্য ডেইলি স্টারকে এ খবর নিশ্চিত করেন।


ময়মনসিংহের বাসিন্দা ৩৭ বছর বয়সী রঞ্জু মিয়া বলেন, 'থাই-কম্বোডিয়া সীমান্তের কাছে একটি স্থাপনার নির্মাণ কাজ করছিলাম আমরা। গত ৯ ডিসেম্বর ওই জায়গার একটি অংশ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হলে আতঙ্কিত হয়ে পড়ি। পালিয়ে যাওয়ার সময় পথে কম্বোডিয়ার ইমিগ্রেশন পুলিশ আমাদের আটক করে অভিবাসন কেন্দ্রে নিয়ে যায়।'


রঞ্জু মিয়া ও তার সহকর্মীরা দুই মাসেরও বেশি সময় ধরে সীমান্তে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।


রঞ্জু মিয়া আরও জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের ভিসা, ওয়ার্ক পারমিট পরীক্ষা করে দেখেছে। পাসপোর্ট পরীক্ষার পর ৫০ জনকে ছেড়ে দেয় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও