বিশ্বজুড়ে শীর্ষে আইফোন, তবুও কেন চাকরি ছাড়ছেন অ্যাপলের কর্মকর্তারা

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১০

অ্যাপল সিইও টিম কুক এ বছরের নভেম্বরে ৬৫ বছরে পা দিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এখন উদযাপনের সময়। অথচ তাকে নিয়ে অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। এছাড়াও আলোচনায় আছে অ্যাপলের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক চাকরি ছাড়ার খবর।


কিন্তু প্রশ্ন হলো, কেন? এখনই-বা কেন কোনো নির্বাহী অ্যাপলের মতো কোম্পানি থেকে চলে যেতে চাইবেন?


ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল হয়তো এখন আর বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি নয় (দীর্ঘদিন শীর্ষে থাকার পর)। কিন্তু কোম্পানিটির বাজারমূল্য বাড়ছে এবং বর্তমানে তা ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। তাই অ্যাপল এনভিডিয়ার নিচে থাকলেও ব্যবধান খুব বেশি নয়। এনভিডিয়ার শেয়ার মূল্য কমতে থাকায় যে কোনো সময়ই অ্যাপল আবার শীর্ষে ফিরতে পারে।


অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের রিপোর্ট বলছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আইফোন আবারও অ্যান্ড্রয়েডকে পেছনে ফেলেছে।


ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৬-এর চারটি মডেলই বিশ্বের টপ-১০ স্মার্টফোন তালিকার শীর্ষ চারটি স্থান দখল করেছে। এরপর রয়েছে গ্যালাক্সি এ১৬ ৫জি, আরও চারটি গ্যালাক্সি মডেল এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও