অক্টোপাস বাজায় পিয়ানো
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮
সুইডেনের সংগীতশিল্পী ম্যাটিয়াস ক্রান্টজ ছয় মাস ধরে এক অভিনব পরীক্ষা চালিয়েছেন। চেষ্টা করেছেন নিজের পোষা অক্টোপাসকে পিয়ানো বাজানো শেখাতে। এ অভিজ্ঞতা তাঁর ভাষায় ‘সবচেয়ে খারাপ এবং সবচেয়ে মজার’।
ক্রান্টজ একজন জনপ্রিয় ইউটিউবার। বিভিন্ন বাদ্যযন্ত্রকে নিজের মতো করে পরিবর্তন (মডিফাই) করে ইউটিউবে ভিডিও পোস্ট করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।
ক্রান্টজ সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে নিজের পোষা অক্টোপাসকে হাত দিয়ে যত্ন করে পিয়ানো বাজানো শেখাতে দেখা যায়। তাঁর পোষা অক্টোপাসের নাম তাকোয়াকি। আদর করে তাকে ‘তাকো’ নামে ডাকেন ক্রান্টজ।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভাইরাল পোস্ট