গ্রিন ফ্ল্যাগ চেনার উপায়, সম্পর্কের নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’
ডেটিংয়ের জগতে নতুন ট্রেন্ড আসা নতুন কিছু নয়। কখনো ‘ঘোস্টিং’, কখনো ‘সিচুয়েশনশিপ’, আবার কখনও ‘সফট লঞ্চ’-প্রতিটা সময়েই সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। এই তালিকায় নতুন সংযোজন ‘লাউড লুকিং’ । সম্পর্কের শুরুতেই নিজের উদ্দেশ্য, প্রত্যাশা ও সীমারেখা স্পষ্ট করে বলা-এই হলো লাউড লুকিং-এর মূল দর্শন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এই ট্রেন্ড গ্রিন ফ্ল্যাগ চিনতে সাহায্য করে, নাকি এটি শুধু আরেকটি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডি কথা?
কী এই লাউড লুকিং?
লাউড লুকিং মানে চুপচাপ ইঙ্গিত দেওয়া নয়, বরং খোলাখুলি বলা। যেখানে সম্পর্কে যাওয়ার আগে দুজনেই দুজনের মতামত স্পষ্টভাবে জেনে নেয়। আপনি কী ধরনের সম্পর্ক চান, সঙ্গীর কাছ থেকে কী কী প্রত্যাশা করেন, আপনি কমিটমেন্টে বিশ্বাসী কি না, ভবিষ্যৎ নিয়ে ভাবেন কি না-এসব বিষয় শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয়। ফলে সম্পর্কের ভিত্তি তৈরি হয় স্পষ্টতা ও সততার ওপর।
লাউড লুকিং ডেটিং স্টাইলে সম্পর্ক থাকে তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ। এখানে আন্দাজ, অনুমান বা ভুল বোঝাবুঝির সুযোগ কম। কথাবার্তাই মুখ্য, আর সেই খোলামেলা যোগাযোগই সম্পর্ককে কোন দিকে যাবে, তা আগেই নির্ধারণ করে দেয়।
গ্রিন ফ্ল্যাগ চেনার ক্ষেত্রে সুবিধা
লাউড লুকিং-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি গ্রিন ফ্ল্যাগ ও রেড ফ্ল্যাগ দ্রুত আলাদা করতে সাহায্য করে। যে মানুষটি শুরুতেই আপনার কথা মন দিয়ে শোনে, আপনাকে সম্মান করে এবং নিজের অবস্থান স্পষ্ট করে-সেটা সাধারণত একটি গ্রিন ফ্ল্যাগ। আবার, কেউ যদি আপনার স্পষ্ট কথার পরেও বিষয় এড়িয়ে যায়, অস্পষ্ট উত্তর দেয় বা আপনাকে ‘ড্রামাটিক’ বলে উড়িয়ে দেয়-সেটা রেড ফ্ল্যাগ হিসেবেই ধরা যায়।
যদি শুরুতেই বোঝা যায় মানুষটি আপনার জন্য উপযুক্ত নয়, তাহলে সম্পর্ক এগোনোর প্রয়োজন পড়ে না। এতে অযথা সময়, আবেগ ও এনার্জি নষ্ট হয় না। এই কারণগুলোই লাউড লুকিংকে এখন ডেটিং দুনিয়ায় ট্রেন্ডিং করে তুলেছে।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক
- জীবন দর্শন