আ’লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করে না
একটি দল আওয়ামী লীগের ভোটের জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের ভোট চায় তারা না বললেও বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। (তাদের কাছে এটা যেন) ভাসুরের নাম মুখে আনতে নেই। অথচ সাংবিধানিকভাবে গণতন্ত্রের কবর রচনা করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের গুম-খুনের কথা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। গত রোববার থেকে চলমান এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।
একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ও মানবাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত অভিপ্রায় ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থান। এটি কেবল ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলন নয়, বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রতিরোধের ফল।
তিনি দাবি করেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি। সাম্প্রতিক নির্বাচনের তফসিল ঘোষণাকে গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা বলে অভিহিত করেন তিনি। তার ভাষায়, তফসিলকে অনেকে ভারাক্রান্ত মনে করলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছেন।