ওমরাহ করতে যাচ্ছেন প্রধান বিচারপতি, দায়িত্বে থাকবেন আশফাকুল ইসলাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯
এক সপ্তাহ বাদে ওমরাহ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ওমরাহ।
সেই সময় তার দায়িত্ব চালিয়ে নেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গমন এবং সেখানে অবস্থানকালে আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।