হাতে নতুন আইফোন? ঝটপট এই ৫টি অ্যাপে নজর দিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:০৯

নতুন আইফোন ১৭ বা আইফোন ১৭ প্রো ম্যাক্সের শক্তিশালী প্রসেসর, আপডেটেড হার্ডওয়্যার আর নতুন আইওএস ২৬-এর অসংখ্য ফিচার মিলিয়ে ফোনটি ব্যবহার করা এখন যথেষ্টই রোমাঞ্চকর। এ বছর অ্যাপল আইফোন ও আইপ্যাডে নতুন কিছু নেটিভ অ্যাপও যোগ করেছে যা আগের আইওএস ভার্সনগুলোর তুলনায় বেশ উন্নত।


তবুও, শুধু অ্যাপলের বিল্ট-ইন অ্যাপ নয় সঠিক কিছু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে আইফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হয়।


কিছু নির্দিষ্ট অ্যাপ আইফোনে নতুন সক্ষমতা যোগ করে বা আইওএস-এ না থাকা সুবিধা এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক সবার জন্য উপযোগী এমন পাঁচটি ফ্রি অ্যাপ সম্পর্কে।


১. লোকালসেন্ড


অ্যাপলের সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হলো ডিভাইসগুলোর মধ্যে অসাধারণ সংযোগ। যেমন, আইপ্যাডকে ম্যাক-এর দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায় বা ম্যাক-এ বসেই আইফোনের কল রিসিভ করা যায়। একইভাবে ‘এয়ারড্রপ’ ব্যবহার করে সহজেই আইফোন থেকে ম্যাক বা আইপ্যাডে ছবি-ভিডিও পাঠানো যায়।


২. ট্রুকলার


অজানা নম্বর থেকে আসা স্প্যাম কল অথবা প্রতারণামূলক কল এখন খুব সাধারণ। দুঃখজনকভাবে আইওএস-এর ডিফল্ট ফোন অ্যাপে কোনো স্প্যাম শনাক্তকরণ ফিচার নেই। তাই ট্রুকলারই সেরা বিকল্প।


৩. টুলবক্স বাই পেপারক্লিপ


অনেক সময় কাজে লাগে এমন বেশ কিছু দরকারি টুল আইওএস-এ এখনও নেই। ‘টুলবক্স বাই পেপারক্লিপ’ ঠিক সেই শূন্যতা পূরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও