রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২
রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
বর্তমানে যে ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে, তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে হ্রাসকৃত শুল্ক অনুমোদনের তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে খেজুরের ওপর বিদ্যমান শুল্ক, বিশেষ করে আমদানি শুল্ক কিছুটা কমানো হয়েছে।
বর্তমানে খেজুরের ওপর শুল্ক রয়েছে ৫২ দশমিক ২ শতাংশ। আমদানি শুল্ক ১০ শতাংশ কমানোয় এখন শুল্ক দাঁড়াবে ৪০ দশমিক ৭ শতাংশ।
বৈঠকে প্রধান উপদেষ্টা মেট্রোরেলের ভ্যাটও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রেস সচিব।