তবু চাকরি হারানো নিয়ে চিন্তিত নন রিয়াল কোচ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১২
সেলতা ফিগোর বিপক্ষে হারের পরই বেকায়দায় পড়ে যান রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। রিয়ালের কোচের পদ থেকে তাঁকে বরখাস্তের গুঞ্জন চাউর হয়েছে। গতকাল ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগে হারের পর আলোনসো খাদের কিনারায় পৌঁছে গেলেন। যদিও এই ব্যাপারে তেমন একটা দুশ্চিন্তা করছেন না রিয়াল কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকে যে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে ‘ওস্তাদ’, তাদের সঙ্গে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গেলেও রিয়াল ম্যাচ হেরেছে ২-১ গোলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে ম্যাচটা আলোনসোর জন্য ‘ভাগ্য নির্ধারণী ম্যাচ’ হয়ে গিয়েছিল, সেই ম্যাচটা এভাবে হেরে যাওয়ায় এখন তাঁর ভবিষ্যৎ নিয়েই আলাপ-আলোচনা চলছে।
- ট্যাগ:
- খেলা
- রিয়াল মাদ্রিদ