মাদুয়েকের জোড়া গোলে আর্সেনালের ছয়ে ছয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ৫০ মিলিয়ন ইউরোতে ননি মাদুয়েকে দলে ভেড়ানোয় খুশি ছিল না আর্সেনালের সমর্থকরা। কিন্তু ক্লাবের এই সিদ্ধান্ত যে দলের জন্য কতটা কার্যকর হয়েছে সেটি প্রমাণ হতে শুরু করেছে। ব্রুজ্রের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আরও একটি দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি দলের জয়ে।
বুধবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রুজের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন ননি মাদুয়েকে। উইঙ্গারের এমন পারফরম্যান্সে ব্রুজ সুবিধাই করতে পারেনি। অন্য গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।