সিনেমায় নিয়মিত কাজ করতে আগ্রহী তানজিকা
বণিক বার্তা
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫
দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন। ২০২৩ সালে আশফাক নিপুনের ওয়েব সিরিজ মহানগর ২-এ মিতু চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি কালপুরুষ, বোহেমিয়ান ঘোড়াসহ বেশ কয়েকটি আলোচিত সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
চলতি মাসে দর্শক তাকে দুটি নতুন ওয়েব সিনেমায় দেখতে পারবে। চরকি অরিজিনাল ডিমলাইট ও আইস্ক্রিন অরিজিনাল অমীমাংসিত এ মাসে মুক্তি পাচ্ছে। চারদিনের ব্যবধানে এ দুই সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন। শরাফ আহমেদ জীবনের ডিমলাইট মুক্তি পাচ্ছে আজ, আর রায়হান রাফীর অমীমাংসিত ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।