You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক

বিসিবি নির্বাচনকে অবৈধ দাবি করে ঢাকার সব লিগ বর্জন করেছেন ৪৫ ক্লাবের সংগঠকরা। যে কারণে কয়েকদফা তারিখ নির্ধারণ করেও মাঠে গড়ায়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে আগামী ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এই লিগ। এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ১২ দল। 

আর বাকি যারা অংশ না নিবে তাদের বিষয়ে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নিবে সিসিডিএম। তবে এখনও ক্রিকেটারদের স্বার্থের কথা বিবেচনা করে লিগে অংশ নিবে সকল ক্লাব, এমনটাই আশা বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদের।

আজ মিরপুরেরে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, 'একটা ব্যাপার স্পষ্ট। যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারাই এখন লিগ বর্জনে সোচ্চার। প্রতিবাদের ভাষা অনেক আছে। তাই বলে ক্রিকেটকে বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না। দেশে গুরুত্বপূর্ণ হলো খেলা। লিগ না হলে ক্ষতিগ্রস্থ হবেন ক্রিকেটাররা। সে কারণেই ক্রিকেটারদের স্বার্থে খেলা মাঠে গড়ানো দরকার।'

ক্লাব ক্রিকেট নিয়ে পরে ফারুক আহমেদ আরো বলেন, 'ক্লাব ক্রিকেট টাকা-পয়সা খরচ করে আজ বাংলাদেশের ক্রিকেটকে এ পর্যায়ে নিয়ে এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই। তবে ক্লাব ক্রিকেট শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলে কিংবা সকল ক্লাব অংশ না নিলে ক্রিকেটারদের জন্য বিকল্প ভাবনাও আছে বিসিবির।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন