যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে নতুন বাণিজ্য আলোচনা শুরু, অচলাবস্থা কাটবে কি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য কর্মকর্তারা বুধবার (১০ ডিসেম্বর) থেকে নতুন করে দুই দিনের আলোচনায় বসছেন। যদিও দুই দেশের মধ্যে বহুদিন ধরে কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় এখনো কাটেনি। আবার এমন এ বৈঠক শুরু হলো, যখন রাশিয়ার তেল কেনা কেন্দ্র করে ওয়াশিংটন নয়াদিল্লির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে।
চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায়। এর পেছনে ওয়াশিংটন যুক্তি দেখায় যে রাশিয়া থেকে স্বল্প মূল্যে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে ভারত কার্যত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাণিজ্য