You have reached your daily news limit

Please log in to continue


গুগলের এআই স্মার্ট গ্লাসে বদলে যাবে ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহার

মোবাইল হাতে না নিয়েই আবহাওয়ার তথ্য জানা, নেভিগেশন নির্দেশ দেখা, নোট লেখা, অনুবাদ করা কিংবা ছবি-ভিডিও ধারণ-সবই হবে শুধু ভয়েস কমান্ডে। চশমায় থাকা এআই অ্যাসিস্ট্যান্ট আপনার কথাই বুঝে সরাসরি জানিয়ে দেবে প্রয়োজনীয় তথ্য। এভাবেই বাস্তব ও ডিজিটাল দুনিয়ার ব্যবধান ঘুচিয়ে দিতে আসছে গুগলের এআই-সমৃদ্ধ স্মার্ট গ্লাস।

২০২৬ সালেই বাজারে আসছে উন্নত গুগলের এই ওয়্যারেবল ডিভাইস গত সপ্তাহে দ্য অ্যান্ড্রয়েড শো, এক্স আর এডিশন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও প্রায় এক দশক আগে গুগল স্মার্ট গ্লাস বাজারে আনার চেষ্টা করেছিল। তবে সে সময় এআই প্রযুক্তি পরিপক্ব না হওয়ায় প্রকল্পটি থেমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন