দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে, আলোচনায় যারা
নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, নাকি পুরনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হবে- সেই প্রশ্ন উঠেছে।
তবে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে, শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। মূলত পুরনো উপদেষ্টাদের মধ্যেই এই মন্ত্রণালয়গুলো বণ্টন করা হতে পারে।
চলতি মাসের ১০ বা ১১ তারিখের মধ্যেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর নির্বাচনে প্রার্থী হতে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি অনেকদিন থেকে আলোচিত হচ্ছিল। নির্বাচনে প্রার্থী হন বা না হন দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে বর্তমান উপদেষ্টা পরিষদের অনেক সদস্য একমত পোষণ করছেন বলে জানা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পদত্যাগ
- আসিফ মাহমুদ
- মাহফুজ আলম