‘বন্দে মাতরম’ নিয়ে মোদি কেন এত সরব, কংগ্রেসকে কেন করছেন আক্রমণ
প্রথম আলো
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫
এখন এটা দিনের আলোর মতো স্বচ্ছ যে আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন না থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বন্দে মাতরম’–এর সার্ধশত বর্ষপূর্তি উপলক্ষে সংসদীয় বিতর্কে উদ্যোগী হতেন না।
সোমবার দিনভর লোকসভায় এ নিয়ে যে বিতর্ক হয়ে গেল, তাতে পরিষ্কার, ওই নির্বাচনে জিততে প্রধানমন্ত্রী ও তাঁর দল কংগ্রেসের মুসলিম তোষণকেই হাতিয়ার করতে চাইছেন। চাইছেন, ‘বন্দে মাতরম’–এর ‘অঙ্গচ্ছেদ’–এর জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলে ধর্মীয় বিভাজন তীব্র করে তুলতে, যাতে পশ্চিমবঙ্গ নামক অ–বিজেপি দ্বীপটির দখল নেওয়া যায়।
পশ্চিমবঙ্গে কংগ্রেস হীনবল। কিন্তু শতাব্দীপ্রাচীন দলের ‘মুসলিমপ্রীতি’ নিয়ে যেভাবে বিজেপি সরব, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তাদের অভিযোগের চরিত্র এক।