তাজমহল ঘিরে বিভাজন তৈরি করছে বলিউড, কারা কেন বিতর্ক উসকে দিচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১

বছরের পর বছর ধরে তাজমহলের নেপথ্যের চিরন্তন প্রেমকাহিনি বর্ণনা করে আসা অভিজ্ঞ ভ্রমণ গাইড বিষ্ণু দাস দ্বিধাদ্বন্দ্বে আছেন। পাশের ভবনের ছাদ থেকে উৎকণ্ঠার দৃষ্টিতে তাজমহলের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, ‘যে গল্প আমরা এত বছর ধরে বলে আসছি, যদি সেটা মিথ্যা হয়?’


এ প্রশ্নের উত্তর জানতে বিষ্ণু দাস এতটাই মরিয়া হয়ে ওঠেন যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমরা কি তাজমহলের ওপর ডিএনএ পরীক্ষা করতে পারি না?’ পরমুহূর্তেই তিনি বলে ওঠেন, ‘আমরা একটা মিথ্যা প্রচার করছি।’


বিষ্ণু বা এসব কথাবার্তা কোনো বাস্তব ঘটনা নয়। ভারতীয় পরিচালক তুষার গোয়েলের বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য তাজ স্টোরি’-এর একটি দৃশ্য এটি। চলচ্চিত্রটি গত অক্টোবর মাসে মুক্তি পেয়েছে। ‘দ্য তাজ স্টোরি’-তে বিশ্বের অন্যতম প্রেমের স্মৃতিসৌধ তাজমহলের পেছনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।


চলচ্চিত্রে ভ্রমণ গাইড চরিত্র বিষ্ণু দাস এমন একটি তত্ত্ব উপস্থাপন করেছেন, যা ইতিহাসবিদেরা ব্যাপকভাবে খণ্ডন করেছেন। তিনি বলেন, ১৭ শতকের তাজমহল কোনো মুসলিম সমাধি নয়, বরং এটি একটি হিন্দু প্রাসাদ। চলচ্চিত্রে বিষ্ণু দাস আরও বলেন, ইসলামি শাসকেরা তাজমহল দখল করে এটিকে নিজেদের ব্যবহার উপযোগী করে সাজিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও