পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে ১.৯ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি, এখনো বড় ঘাটতি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮
বিল গেটসসহ আন্তর্জাতিক নেতৃবৃন্দ ও দাতারা সোমবার পোলিও নির্মূল কর্মসূচির জন্য ১.৯ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছেন। কিন্তু ধনী দেশগুলোর বিদেশি সহায়তা কমে যাওয়ায় এখনো বড় ঘাটতি রয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুদান বিষয়ক সভার পর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৯ সাল পর্যন্ত গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের জন্য এখন ৪৪০ মিলিয়ন ডলার তহবিল ঘাটতি রয়েছে।
সিএনএন লিখেছে, আগামী চার বছরের মধ্যে পোলিও নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি অংশীদারত্বের উদ্যোগটি পরিচালনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গেটস ফাউন্ডেশন, রোটারি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি), ইউনিসেফ ও গ্যাভির টিকা জোট।