সিনেমা-সিরিজে তরুণ নির্মাতাদের চমক

bonikbarta.com প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি। এটি এখন বিনোদনপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য নাম। প্রেক্ষাগৃহের সংকট, দর্শকের রুচির পরিবর্তন ও কনটেন্টের প্রতিযোগিতার সময়েও প্লাটফর্মটি নিয়মিত নতুন কনটেন্ট উপহার দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই বড় ক্যানভাসের সিনেমা, অরিজিনাল ফিল্ম, সিরিজসহ নানা ঘরানার কাজ দিয়ে আলোচনায় এসেছে চরকি। ২০২৫ সালও তার ব্যতিক্রম নয়। বরং চ্যালেঞ্জে ভরা বছরটিতেই প্লাটফর্মটি দেখিয়েছে সবচেয়ে বেশি বৈচিত্র্য।


চ্যালেঞ্জের বছরেও ২৭ কনটেন্ট: চ্যালেঞ্জিং ২০২৫ সালেও ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তি দিয়েছে ভিন্নধর্মী ২৭টি কনটেন্ট। এক বছরে এত কনটেন্ট মুক্তি শুধু চরকির জন্য নয়, দেশের কনটেন্ট শিল্পের জন্যও নতুন মাইলফলক। এসব কনটেন্টের মধ্যে ছিল বড় বাজেটের সিনেমা, নামকরা নির্মাতাদের সিরিজ, অরিজিনাল ফিল্ম, প্রেক্ষাগৃহ মাতানো চলচ্চিত্র ও তরুণ নির্মাতাদের নতুন কাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও