যুদ্ধবিমানে ‘রেডার লক’, জাপানে চীনা রাষ্ট্রদূতকে তলব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১১

জাপানের যুদ্ধবিমানে চীনা যুদ্ধবিমান দুইবার ফায়ার কন্ট্রোল রেডার তাক করার ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান।


রোববার চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলব করে এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে।


ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমানগুলোর এই বিপজ্জনক কার্যকলাপের প্রতিবাদই জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে রাষ্ট্রদূত তলব করে।


জাপানের যুদ্ধবিমানকে রেডার লক করার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। তবে জাপানের উপর কার্যত এটাই ছিল চীনের প্রথম হামলা-পূর্ববর্তী আগ্রাসী মনোভাব। যদিও চীন সব অভিযোগ অস্বীকার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও