হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি হায়দরাবাদের একটি প্রধান সড়কের নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিয়েছেন। আগামীদিনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অনুষ্ঠান তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটকে ঘিরে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণের অংশ হিসেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


শহরের মার্কিন কনস্যুলেটের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটিকে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ নামে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো স্থানে দায়িত্বে থাকা এক প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণ হতে পারে বিশ্বের প্রথম উদাহরণ।


মুখ্যমন্ত্রী রেড্ডি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং প্রযুক্তি ও ব্যবসা খাতের বৈশ্বিক প্রভাবশালীদেরও সম্মান জানাতে শহরের বিভিন্ন সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড এবং উইপ্রো জংশন—এই নামগুলোও বিবেচনায় আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও