সীমান্তে ফের উত্তেজনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪
থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, বিরোধপূর্ণ সীমান্ত বরাবর প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করেছে তারা।
উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর সোমবার থাই বাহিনী বিমান হামলা শুরু করার কথা জানায়।
রয়টার্স জানায়, থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পূর্বাঞ্চলীয় উবন রাতচাথানি প্রদেশে তাদের সেনারা কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হওয়ার পর অন্তত একজন থাই সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন। প্রদেশটির দুটি এলাকার আশপাশে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমান হামলা