নিনতেন্দো সুইচে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে পিক্সেল ফোন

বণিক বার্তা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

গুগল পিক্সেল স্মার্টফোন এখন সরাসরি নিনতেন্দো সুইচ টু কনসোলে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে। আগে পিক্সেল ফোন ওয়েবক্যাম হিসেবে চালাতে অতিরিক্ত অ্যাডাপ্টার ও কেবল লাগত। তবে সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, পিক্সেল নাইন প্রো শুধু একটি ইউএসবি-সি কেবল দিয়ে সংযুক্ত করলেই ওয়েবক্যাম মোডে কাজ করছে। যদিও গুগল না নিনতেন্দোর হালনাগাদে এ পরিবর্তন এসেছে তা এখনো স্পষ্ট নয়। খবর দ্য ভার্জ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও