শীতে শিশুর যত্ন...
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬
শীতে নবজাতকের যত্নে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। শীতের সময়টা নবজাতকের যত্নে খুবই সচেতন থাকতে হবে। কারণ নবজাতকদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া শক্তিশালী নয়। তাই যেকোনো সময় তীব্র শীতে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। সেজন্য শিশুর ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার।
অনেক অভিভাবক শিশুর বয়স ৪৫ দিন হওয়ার আগে মাথার চুল ফেলে দেয়। কিন্তু এ চুল শিশুর মাথার তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। নবজাতককে শীতের সময় গরম রাখা খুবই জরুরি। শিশুকে কয়েক স্তরে দুই বা তিনটি সুতি জামা পরাতে হবে। তারপর এর ওপর গরম উলের সোয়েটার পরাতে হবে। তারপর আবার একটি সুতি কাপড়, উষ্ণ কাপড়, কম্বল বা তোয়ালে দিয়ে জড়িয়ে নিতে হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর যত্ন