অভিনেত্রী নূতনের স্বামী প্রযোজক বাবুল মারা গেছেন
মারণব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল মারা গেছেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান বলে চলচ্চিত্র পরিচালক সমিতির কবিরুল ইসলাম রানা জানিয়েছেন।
রানা বলেন, “উনি (রুহুল আমিন বাবুল) বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার মারা যান তিনি।”
রানা জানিয়েছেন, রোববার বসুন্ধরার ডি ব্লকে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
প্রযোজনা-পরিচালনার দায়িত্ব ছাড়াও বাবুল ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জসিমের গড়ে তোলা ফাইটিং দল 'জ্যাম্বস' গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। যা গড়ে তোলা হয়েছিল ১৯৭৪ সালে।
সত্তরের দশকের শেষের দিকে সিনেমা প্রযোজনা শুরু করেছিলেন তিনি। প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন বাবুল। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সিনেমা।
- ট্যাগ:
- বিনোদন
- মারা গেছেন
- চলচ্চিত্র প্রযোজক