আমরা দুই–চারটা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না: নুরুল হক

প্রথম আলো প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:২৫

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘আমরা দুই–চারটা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে।’


আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে এ জনসভার আয়োজন করা হয়।


নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামের লড়াকু ও আপসহীন নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন ও সরকার বিবেচনা করবে। অন্যথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও