প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার তিন দেশে মৃত্যুর সংখ্যা ১৭৫০ ছাড়িয়েছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:১২

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃত্যু বেড়ে ১৭৫০ ছাড়িয়েছে। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে সহায়তা দিতে উদ্ধারকারী দলগুলো ও স্বেচ্ছাসেবীদের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে।


আল জাজিরার খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছে, নিশ্চিত মৃত্যুর সংখ্যা অন্তত ৯০৮ জনে দাঁড়িয়েছে এবং এখনো ৪১০ জন নিখোঁজ রয়েছেন। দ্বীপটিতে আট লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


শ্রীলঙ্কার সরকার নিশ্চিত করে জানিয়েছে, দেশটিতে ৬০৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২১৪ জন নিখোঁজ রয়েছেন আর এদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সঙ্কটকে দেশটির সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগ বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও