মোহামেডানের স্বরূপে ফেরার দিনে হোঁচট আবাহনীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

দুই ঐতিহ্যবাহী দলের দিনটা কাটল দুই রকম। স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে ব্যর্থতার বলয় ভেঙে জয়ে ফিরল মোহামেডান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ছুটল উল্টোরথে, ফর্টিস এফসির বিপক্ষে পয়েন্ট হারাল মারুফুল হকের দল।


কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে পিডাব্লিউডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। আর বুসন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের সাথে গোলশুন্য ড্র করেছে আবাহনী।


পঞ্চম রাউন্ড শেষে অবশ্য দুই দলই পয়েন্ট টেবিলে নেই খুব বেশি স্বস্তিতে। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট কম তাদের। লিগের ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী ৫ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও