‘ফ্ল্যাট বিক্রি করেও অসুস্থ মাকে পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে ছোট পর্দায় ফিরেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। সম্প্রতি 'মিলন হবে কত দিনে' নামের এক নতুন ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক। তবে এই দীর্ঘ বিরতির নেপথ্যে ছিল এক কঠিন ব্যক্তিগত সংগ্রাম, যা এবার প্রকাশ করলেন অভিনেত্রী।


একসঙ্গে অনেক কাজ না করার নীতিতে বিশ্বাসী অলিভিয়া। তাই শেষ ধারাবাহিক 'জয়ী'-এরপর টানা ছয় বছর ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ তার নিজের। এই সময়ে তিনি বিভিন্ন ধরনের কাজ করলেও, সিরিয়ালে আর কাজ করেননি।


ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘কাজ করতে করতে মনে হচ্ছিল, আমি যেন একটা মেশিনের মতো কাজ করছি। নিজের জন্য সময় পাচ্ছিলাম না। তাই তখন ছোট পর্দায় কাজ না করার কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও