স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে যারা মামলা দেয়, তাদের প্রতিরোধ করব: সারা হোসেন
স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও লেখকরা। কার্টুন, মিম ও স্যাটায়ারের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশন আয়োজিত 'স্যাটায়ার, মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি' শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।
সভায় কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব বলেন, 'আমাদের চারদিকে অনেক সমস্যা রয়েছে। কিন্তু এসবের মাঝেও আমাদের হাসতে হবে, কারণ হাসাটা জরুরি।'
তিনি বলেন, 'ইয়ার্কির বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেননা আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ চাই।'
আহসান হাবীব জানান, উন্মাদ ম্যাগাজিনে পলিটিক্যাল কার্টুন কম, ফিচার কার্টুনই বেশি থাকতো। পলিটিক্যাল ব্যাপারটা তারা ফিচার কার্টুনের বক্তব্যের মধ্যে রাখতেন। তারপরও তাদের বিরুদ্ধে এত বেশি মামলা হয়েছে যে, এসব নিয়ে অনেক সাবধানে কাজ করতে হতো।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, 'আমাদের আজকের কথা বলার প্রেক্ষিত শুধু একটি মামলা নয়। শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মতামতকে সম্মান করতে হয়।'
'দেশ থেকে অনেক কার্টুনিস্ট বিতাড়িত হয়ে গেছেন। একটা মানুষ কার্টুন আঁকলে, মিম বানালে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, জেলে দেওয়া হয়৷ এই প্র্যাক্টিস থেকে আমাদের বের হতে হবে', বলেন তিনি।
সারা হোসেন আরও বলেন, 'যে জিনিস আপনার সহ্য হয় না, যে স্যাটায়ার আপনার ভালো লাগে না, সেটাকে আপনি এভয়েড করেন। মামলা করা কোনো সমাধান নয়। যারা মামলা দেয়- তাদের কাজ দেখে আমরা হাসছি এবং আমরা তাদের প্রতিরোধ করবই।'