You have reached your daily news limit

Please log in to continue


১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এ সময় কাজে লাগান। উত্তরাধিকার সূত্রে অর্থে পেতে পারেন। আর্থিক ‍সুবিধা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার জীবন সত্যি সত্যি অসাধারণ কিছু বয়ে আনবে। ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতি/ গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময়। সপ্তাহের শেষদিকে বিলম্বে সিদ্ধান্ত প্রাপ্ত সুযোগ হাতছাড়া হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা থেকে মনটি আঘাত প্রাপ্ত হতে পারে। বড় ধরনের কোনো পরিকল্পনা বাদ দিন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বহু রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম। বেগবতী উদ্যমকে ঠিকমতো চালিত করার সবশ্রেষ্ঠ উপায় হল বুদ্ধিগত বিষয় অধ্যায়ন। সপ্তাহের মাঝদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে আপনি উপকৃত হবেন। সপ্তাহের শেষদিকে জানতে পারবেন ভালোবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। অনুভূতিমূলক ঘটনাগুলো গ্রহণের চেয়ে অনুশীলন করুন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে এখন একটা অনুকূল সময় কাটাচ্ছেন আর সেটা কোনো লেনদেনের মধ্য দিয়েই লাভ অর্জন করতে পারবেন। এ সময় করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝামাঝি খুব বেশি কৌতুহল বোধ করতে পারেন, বহু বিষয় জানার আগ্রহ রয়েছে। জ্ঞানার্জনের বাসনা বেশ জাগ্রত। অধ্যয়ন ও অধ্যাপনায় বিশেষ সাফল্য লাভ। সপ্তাহের শেষদিকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু তৈরি হবে। নিঃসঙ্গতা এড়াতে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সেরা কাজ হবে। আর সেটা হবে সেরা বিনিয়োগ।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আপনার প্রত্যয় বাড়বে আর উন্নতি নিশ্চিত। সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে। দয়া করে এগিয়ে যান এবং যা করেন সে বিষয় বিশেষজ্ঞের পরামর্শ নিন। সপ্তাহের মাঝদিকে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে জনগনের অভিরুচি খুব চট করে ধরতে পারেন। আপনার উচিত হচ্ছে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসা অর্থ বিনিয়োগ করা। সপ্তাহের শেষদিকে নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। একঘেয়ে কোনো কাজ আপনাকে ক্লান্ত করবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। যা মনে চাপ সৃষ্টি করবে। যতটা সম্ভব কম খরচ করুন। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনুন। সপ্তাহের মাঝদিকে লক্ষ্য পূরণ হিসেবে দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হতে দেখবেন। লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি ভালো। সময়টা অনুকূলে বলা যায়। সপ্তাহের শেষদিকে অপরিকল্পিত উৎস থেকে টাকা আসতে পারে। এটাই বিনিয়োগের সঠিক সময়। তবে বিনিয়োগ বুদ্ধিমত্তার সাথে করুন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। এমন কিছু পেতে পারেন যা সম্পূর্ণ সময়টি চমকপ্রদ করে দেবে। আরও সময় সামাজিকীকরণ করতে হবে। সপ্তাহের মাঝদিকে ব্যয় বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। সংসারের প্রতি বিতৃষ্ণা আসতে পারে। উত্তেজনা পরিহার করুন। আপনার উদারতার সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। সপ্তাহের শেষদিকে ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক হতে চেষ্টা করুন। আপনার একাগ্রতা ইতিবাচক কাজকর্ম ও চিন্তা পুরস্কৃত হতে পারে। নিজের প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সুন্দর মানসিক অবস্থা অফিসে আপনার মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যত সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে। সপ্তাহের মাঝদিকে মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে। আর আপনাকে অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। সৌভাগ্য পথে আসায় ও অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। সপ্তাহের শেষদিকে আয় অপেক্ষা ব্যয়ের চাপ বৃদ্ধি আর পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনায় এমনকি মনের ভুলেও কোনোভাবে ক্ষতি হতে পারে। কাউকে কোনো কাজের দায়িত্ব দেবেন না। বদনাম হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রের কাজের জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা। সঙ্গী হবে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদেশি বা দূরের বন্ধুর মাধ্যমে উপকার পাওয়ার সম্ভাবনা। কোনো না কোনোভাবে বিদেশ যাত্রা হতে পারে। সপ্তাহের মাঝদিকে জরুরি ক্ষেত্রের প্রচেষ্টা সফল হবে। কাজকর্ম নিজের উদ্যোগকে সক্রিয় করুন। এতে কাজ দ্রুত সাধিত হবে, আর সুনাম আসবে। বেকার যুবকদের পক্ষে এ সময়ের সুযোগ নেওয়া উচিত। কোনো বাকি কাজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে প্রকাশনা ব্যবসার জন্য উল্লেখযোগ্য সাফল্য আসবে। সমাজে আপনার অবদান প্রশংসিত হবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যানবাহনের মাধ্যমে অপরের ক্ষতির কারণ, আর এই জন্য বেশ কিছু টাকা ব্যয় হতে পারে। রাস্তাঘাটে বা ভিড়ের চাপে চলাফেরায় সতর্ক থাকুন। উত্তরাধিকার বা কোনো রূপ ন্যায্য প্রাপ্তির ব্যাপারে গোলযোগ হতে পারে। সপ্তাহের মাঝদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। যদি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবেন তবে সৌভাগ্য পূর্ণ মনে হচ্ছে। সপ্তাহের শেষদিকে কাজের দক্ষতা বাড়াতে প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী ও কাজ কর্ম করার অনন্য উপায়গুলো এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বিবাহিত জীবনে স্বামী/ স্ত্রী একে অপরের দেবদূত হিসেবে থাকবেন। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে কাজের জায়গায় চাপ ও ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে, যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। বিশেষ করে ক্রসিংযে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের শেষদিকে ভ্রমণ বিনোদন ও সামাজিকতা কর্মসূচীতে থাকবে। এটি এমন একট সময় যখন রোমান্টিক ভ্রমণে যাবেন। দূরের জায়গার আত্মীয়রা আপনার সঙ্গে যোগাযোগ করবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা করবেন না। যেহেতু কিছু অসুবিধার সামনা-সামনি হতে পারেন তাই ভারসাম্য বজায় রাখুন। অন্যথায় এটি গুরুতর ঝামেলায় ফেলতে পারে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীদের জন্য ভালো সময় কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পারেন। বিবাহিত দম্পতিরা ভালো মিলন বিশিষ্ট পারিবারিক সময় উপভোগ করবেন। সপ্তাহের শেষদিকে ছোট দুর্ঘটনার পূর্বাভাষ দেখা যায়। সাথে আসা বয়স্কদের সতর্কতা অবলম্বন দরকার। এমন ব্যক্তিদের সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ভালোবাসার সঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যমের গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন। একটি সুন্দর ‘সারপ্রাইজ’ পেতে পারেন। নিজের মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মসলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। সপ্তাহের মাঝদিকে দুশ্চিন্তার ভাবনায় নিজের খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না। কারণ এটি শুধুমাত্র ধ্বংসাত্মক ক্ষমতাকেই মেনে চলে আর বুদ্ধিতে হতাশার বীজ বপন করে। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রী পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে। জীবনসঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। এটাকে বিবাহিত জীবনের সেরাদিন করতে তাকে সাহায্য করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন