বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট—দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ
আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ—বিশ্বকাপ! এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৪৮টি দেশ। দর্শকদের জন্য তাই নতুন এক অভিজ্ঞতা নিয়েই আসবে এই বিশ্বকাপ। গতকাল রাতে হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানও।
২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেট বিশ্বকাপও। টি-টোয়েন্টি সংস্করণের এই বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। ক্রিকেট বিশ্বকাপে এর চেয়ে বেশি দেশ এর আগে কখনোই অংশ নেয়নি। ২০২৪ সালে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দেশ খেলেছিল। এই বিশ্বকাপের সূচিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে।
পরপর দুটি বিশ্বকাপ দেখার প্রস্তুতি নেওয়া কোনো কোনো দর্শকের মনে একটা প্রশ্ন জাগতে পারে। কোন কোন দেশ এবারের ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলবে? এ সংখ্যা আসলে খুব একটা বেশি নয়—৭টি দেশ।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের।
ইতালি এবার প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই, তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এরা বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে।