বিবিসির চোখে ২০২৫ এর সেরা দশ সিনেমা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১১

আর মাত্র কিছুদিন, এরপরই বিদায় নেবে ২০২৫। এই বছরটিতে সিনেমাপ্রেমীরা পেয়েছেন বেশ কয়েকটি অসাধারণ চলচ্চিত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দুই চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বেঁছে নিয়েছেন বছরজুড়ে আলোচিত সেরা ছবিগুলো। সেখান থেকে সেরা দশটি সিনেমা এবং সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করা হচ্ছে। 


১. হামনেট (Hamnet)


ক্লোয়ে ঝাও পরিচালিত ‘হামনেট’ শেকসপিয়ারের ছেলের মৃত্যুর কাহিনিকে কেন্দ্র করে পর্দায় আনা হয়েছে। ১৬শ শতাব্দীর আবহে নির্মিত এই সিনেমা শেকসপিয়ারের পরিবার, প্রেম ও শোক- সবকিছু ফুটে উঠেছে শান্ত সংবেদনশীলতার সঙ্গে। দৃশ্য নির্মাণ থেকে অভিনয়—সব মিলিয়ে এটি ২০২৫ সালের সবচেয়ে আবেগঘন চলচ্চিত্র হিসেবে প্রশংসা পেয়েছে। ছবিটি মুক্তি পায় গত নভেম্বরে।


২. সরি, বেবি (Sorry, Baby)


ইভা ভিক্টর রচিত ও পরিচালিত এই স্বাদু ইন্ডি কমেডি-ড্রামাটি নারী-বন্ধুত্ব এবং প্রতিকূলতার মুখে ঘুরে দাঁড়ানোর এক মিষ্টি-তিক্ত গল্প। কলেজ জীবনের ট্রমা, নারীবন্ধুত্ব এবং মানিয়ে নেওয়ার গল্প; এসব বিষয় তুলে ধরা হয়েছে অনাড়ম্বর ভঙ্গিতে। নির্মাতা হিসেবে ভিক্টরের প্রথম ছবি হয়েও এতে আলাদা স্বকীয়তা চোখে পড়ে। চলতি বছরের জুনে মুক্তি পায় ছবিটি।


৩. ইজ দিস থিং অন? (Is This Thing On?)


অভিনয় শিল্পের উপর ব্র্যাডলি কুপারের পরিচালিত এটি তৃতীয় ছবি, যা ছোটখাটো স্ট্যান্ড-আপ কমেডি-এর জগতে প্রবেশ করেছে। তবে সিনেমায় উঠে এসছে জীবনের সংকট, দাম্পত্য ও মধ্যবয়সের হতাশাও। একজন ফিনান্সিয়াল অফিসার হঠাৎ স্ট্যান্ড-আপ কমেডিতে পা রাখেন; সেই অভিজ্ঞতাই তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।  প্রাণবন্ত অভিনয় ও মজার স্ক্রিপ্ট ছবিটিকে দেখার মতো করে তুলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৯ ডিসেম্বর। যদিও মুক্তির আগেই সেরা সিনেমা হিসেবেই এটিকে তালিকায় রাখা হয়েছে।


এছাড়াও এ তালিকায় রয়েছে—


৪. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (One Battle After Another)


৫. নো আদার চয়েস (No Other Choice)


৬. দ্য সিক্রেট এজেন্ট (The Secret Agent)


৭. দ্য ভয়েস অব হিন্দ রাজব (The Voice of Hind Rajab)


৮. সেন্টিমেন্টাল ভ্যালু (Sentimental Value)


৯. ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট (It Was Just an Accident) এবং


১০. মার্টি সুপ্রিম (Marty Supreme)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও