সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পাওয়া অপরিচিত মানুষকে সাক্ষী রেখে বিয়ে করলেন যুগল
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৮
বিয়ের পরিকল্পনা মানেই অনেক চাপ এবং আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে অবিরাম বিতর্ক।
তবে হারমনি এলমি ও শন মুরমুটু এসবের কোনো ঝামেলায় যেতে চাননি। তাঁরা ঠিক করলেন, এমন এক জায়গায় গিয়ে তাঁরা চুপিসারে বিয়ে করবেন, যার সঙ্গে তাঁদের দুজনের বিশেষ স্মৃতি জড়িয়ে আছে।
যুক্তরাজ্যের নরউইচের বাসিন্দা এই দম্পতি গতানুগতিক ধারার বাইরে গিয়ে ২৬১ মাইল (৪২০ কিলোমিটার) পথ পেরিয়ে কার্ডিফে যান। সেখানে তাঁদের দুজন অতিথি ছিলেন। তাঁরা আবার ঘনিষ্ঠ কেউ নন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট করার পর ওই দুজনের সঙ্গে এলমি ও মুরমুটুর পরিচয়।
- ট্যাগ:
- জটিল
- সামাজিক যোগাযোগ মাধ্যম
- ভাইরাল