যমজ পুত্রসন্তানের জন্মের কিছুক্ষণ পরই আলোচিত পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম মারা গেছেন। গতকাল লাহোরের এক হাসপাতালে প্রসবকালীন জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে। পিয়ারির বয়স হয়েছিল ২৬ বছর।
কনটেন্টের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের দর্শকের মধ্যেও পরিচিতি পান লাহোরের মেয়ে পিয়ারি।
পিয়ারির স্বামী আহসান আলী এক ইনস্টাগ্রাম পোস্টে পিয়ারির মৃত্যুর খবরটি দেন। প্রয়াত স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, দুই নবজাতককে চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। তবে পরিবার জানিয়েছে, বিষয়টি সত্যি নয়। দুই সন্তান সুস্থ আছে। এক বিবৃতিতে পরিবার লিখেছে, ‘আলহামদুলিল্লাহ, দুই ছোট ছেলে সম্পূর্ণ নিরাপদ। গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মরিয়ামের জন্য দোয়া করুন।’