সেমিফাইনালের আগে দেখা হবে না আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে টানা দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স। গ্রুপ পর্ব পার হলেও যেন এই তিন দলের শুরুতেই দেখা না হয়, সেভাবেই সাজানো হয়েছে গ্রুপ পর্বের ড্র। এই তিন দল সকল বাধা পার করলেও সেমিফাইনাল ও ফাইনালের আগে মুখোমুখি হবে না। 


ফিফা জানিয়েছে, শীর্ষ চার র‌্যাংকিংধারী দলকে (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড) চারটি ভিন্ন পথে রাখা হবে, যাতে করে সেমিফাইনাল ও ফাইনালের আগে তাদের একে অন্যের সঙ্গে দেখা না হয়।  


কাতারে তিন বছর আগে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার দুই দলের ফাইনালের পুনরাবৃত্তি হলেও অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত।


পট ওয়ানের দলের গ্রুপ নির্ধারণ শেষে বাকি পট থেকে দল নিয়ে গ্রুপ সাজানো হবে। তবে একই ফেডারেশন থেকে একটির বেশি দল একই গ্রুপে জায়গা পাবে না। শুধু ব্যতিক্রম উয়েফা। এই মহাদেশ থেকে ১৬টি দল খেলবে। তাই একই গ্রুপে দুটি উয়েফার দল রাখার সুযোগ রয়েছে। তাতে অন্তত চারটি গ্রুপে এই মহাদেশের দুটি দলকে দেখা যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও