এ বছর দিনে গড়ে ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত হয়েছে: ক্যাসপারস্কি
২০২৫ সালে প্রতিদিন গড়ে পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করার হিসাব দিয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক এক সাইবার নিরাপত্তা কোম্পানি।
ক্যাসপারস্কি বলেছে, ২০২৫ সালে প্রতিদিন গড়ে পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে তাদের ডিটেকশন সিস্টেম, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সাইবার হুমকি ব্যাপকহারে বেড়েছে, বিশেষ করে পাসওয়ার্ড চুরি ম্যালওয়্যার ৫৯ শতাংশ, স্পাইওয়্যার ৫১ শতাংশ ও ব্যাকডোর হামলা ৬ শতাংশ বেড়েছে।
২০২৫ সালে সবচেয়ে বেশি সাইবার ঝুঁকির মুখে ছিলেন উইন্ডোজ ব্যবহারকারীরা। মোট সাইবার হামলার ৪৮ শতাংশ উইন্ডোজ ও ২৯ শতাংশ ম্যাক ব্যবহারকারীর বিরুদ্ধে হয়েছে। গোটা বিশ্বে ২৭ শতাংশ ব্যবহারকারী অনলাইনভিত্তিক সাইবার আক্রমণের শিকার হয়েছেন এবং ডিভাইসভিত্তিক হামলার মুখে পড়েছেন ৩৩ শতাংশ। এসব ক্ষেত্রে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে ইউএসবি, ডিস্ক ও ইনস্টলারের মাধ্যমে।
ক্যাসপারস্কি বলেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের সব অঞ্চলে সাইবার হুমকি ব্যাপকহারে বেড়েছে। এপিএসি ও ইউরোপে পাসওয়ার্ড স্টিলার ও স্পাইওয়্যার হামলা সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও সিআইএস অঞ্চলগুলোতেও ম্যালওয়্যার আক্রমণ আগের তুলনায় বেড়েছে।