আবার বিশ্বকাপ জিততে চান মেসি
লিওনেল মেসির ক্যারিয়ারে আর কোনো অপূর্ণতা আছে কি? বিশ্বকাপ জেতার পর সেটা আর থাকার কথা নয়। কাতারে ২০২২ বিশ্বকাপের পর মেসি নিজেও বলেছিলেন, ফুটবলের কাছ থেকে আর কোনো চাওয়া পাওয়া নেই।
তবে ভক্ত-সমর্থকরা মেসিকে আরও একটি বিশ্বকাপে দেখতে চান। মেসি নিজেও ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। তার মনেও লালন করা আছে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনার ‘স্পোর্টস সেন্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানিয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ।
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের দারুণ একটি দল আছে এবং আমরা আবারও চেষ্টা করব। তবে এরপরও ছোট ছোট বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। যেকোনো জাতীয় দলই আপনাকে বিপদে ফেলতে পারে; একটা শট পোস্টে লেগে বেরিয়ে গেলেই আপনি বাদ বা পেনাল্টিতে হেরে যেতে পারেন। আমরা যদিও পেনাল্টিতে জিতেছিলাম, কিন্তু নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। তারপরও ম্যাচ পেনাল্টিতে গড়ায়।’
- ট্যাগ:
- খেলা
- ফিফা বিশ্বকাপ
- লিওনেল মেসি