চ্যাটজিপিটি নির্ভরতা এড়ানোর ৫ উপায়

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬

ওপেনএআই সম্প্রতি জানিয়েছে, তাদের ৮০০ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে মাত্র শূন্য দশমিক এক পাঁচ শতাংশ মানুষ প্রতি সপ্তাহে চ্যাটজিপিটির সঙ্গে আবেগনির্ভর কথোপকথন করেন। সংখ্যাটি খুবই ছোট মনে হলেও অঙ্ক ১ দশমিক ২ মিলিয়ন মানুষের সমান।


ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ব্যবহারকারীরা সম্ভবত চ্যাটজিপিটির সঙ্গে এমনভাবে কথা বলেন, যা তাদের একাকীত্ব বাড়ায় ও প্রযুক্তির ওপর মানসিক নির্ভরতা তৈরি করে। এতে তাদের সামাজিক সম্পৃক্ততা কমে যায়।


ওপেনএআই বলছে, তাদের ডিফল্ট মডেল ব্যবহারকারীদের বাস্তব জীবনের গুরুত্ব বুঝতে উৎসাহিত করে। কিন্তু বাস্তবতা হলো, চ্যাটজিপিটি সব সময় ব্যবহারকারীর যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকে।


ম্যাশেবল বলছে, অনেকে যেকোনো সমস্যা নিয়ে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেন। এই প্রবণতা ব্যবহারকারীর জন্য ক্ষতির কারণ হতে পারে। ইতোমধ্যে এ ধরনের ইস্যুতে একাধিক পরিবার মামলাও করেছে। এসব পরিবারের অভিযোগ, তাদের কিশোর সন্তান বা প্রাপ্তবয়স্ক আত্মীয়রা অতিরিক্ত চ্যাটজিপিটি ব্যবহারের সময় বা পরে আত্মহত্যা করেছেন। কিংবা তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।


এআই বিশেষজ্ঞরা ম্যাশেবলকে জানিয়েছেন, এই নির্ভরতা থেকে নিরাপদ থাকতে হলে স্পষ্ট সীমারেখা থাকতে হবে। সেই সঙ্গে প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও