ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন বিমান বাহিনীর অভিজাত বিমান প্রদর্শনী স্কোয়াড্রন থান্ডারবার্ডাস ডেমোনেস্ট্রেশনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন, জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
স্যান বার্নাডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, পাইলট আহত হলেও তার আঘাত আশঙ্কাজনক নয়, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মার্কিন বিমান বাহিনীর নেভাদার নেলিস ঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি প্রশিক্ষণ মিশন চলাকালে ‘ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায়’ বিধ্বস্ত হয়।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৯০ কিলোমিটার দূরে মোহাভি মরুভূমির ট্রোন জনবসতি এলাকার কাছে ‘আকাশযান দুর্ঘটনার’ খবর পেয়ে সেখানে যায় তারা।
এর আগে ২০২২ সালে ট্রোনার কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলেন।
বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে আর এ বিষয়ে জনসংযোগ দপ্তরের ৫৭তম শাখা আরও তথ্য প্রকাশ করবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধ বিমান বিধ্বস্ত