লিভ টু আপিল খারিজ, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলায় আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।


ফলে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না।


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বৃহস্পতিবার রিটকারীপক্ষের লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছে।


লিভ টু আপিলে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক; আদালতকে সহায়তা করেন (ইন পারসন) জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, শরীফ ভুঁইয়া, শিশির মনির, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন।


পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বলেছি যে—রাষ্ট্রপতি যে চিঠি পাঠালেন, প্রেক্ষাপটটা কেমন ছিল; যেটা মহসিন রশিদ সাহেব তার পিটিশনেও বলেছেন। একটা দেশ যেভাবেই নির্বাচিত, যেভাবেই দাবি করুক না কেন, প্রধানমন্ত্রী দাবি করেন—সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করছিলেন। ইন এ ফাইন মর্নিং বা দুপুরবেলা উনি নিজে পালিয়ে গেলেন। তার আগে উনার আত্মীয়স্বজন পালালেন। তার গোটা ক্যাবিনেট পালালেন। তার গোটা পার্লামেন্ট পালিয়ে গেলেন বা লুকিয়ে থাকলেন।


“এই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। আমাদের অনীক হক (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) সাহেব বলেছেন রাষ্ট্রপতির এইটা এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে আছে, রাষ্ট্রপতি কনস্টিটিউশনের এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে। উনি এই পরিস্থিতিতে দেখলেন এই সংকটকালীন সময়ে জনগণকে অরক্ষিত অবস্থায় তিনি একটা অপিনিয়ন নিয়েছেন। সেই অপিনিয়নটা উনার ফরমালিটিজের জন্য নিয়েছেন, ভালো কথা। সুপ্রিম কোর্টও অপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা-অবৈধতা নির্ভর করে না। এটা আমাদের সাবমিশন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও