ক্যারিয়ারে উইকেট মাত্র ১টি, বিগ ব্যাশে দরকার হলে বোলিংও করতে চান রিজওয়ান
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। এই টুর্নামেন্টে ভালো করতে মুখিয়ে আছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। একে তো পাকিস্তান দল থেকে বাদ পড়ায় বিশ্বকাপের আগে এটি রিজওয়ানের নিজেকে প্রমাণের মঞ্চ। সঙ্গে তিনি মনে করেন, অস্ট্রেলিয়ায় ভালো খেলতে পারলে দুনিয়ার সবাই তাঁকে চিনবে।
রিজওয়ান ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে গ্যাবায় ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের বিপক্ষে খেলা সেই ইনিংসটিকে নিজের অন্যতম সেরা মনে করেন।
সেই ইনিংসের কথা মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে রিজওয়ান বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ভালো খেলতে পারলে দুনিয়া চিনবে। বিগ ব্যাশে সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পছন্দ করি। কারণ, ব্যাটসম্যান আর বোলার—দুজনকেই এখানে কঠিন পরীক্ষা দিতে হয়। আমার ক্যারিয়ার দেখলে বুঝবেন, অস্ট্রেলিয়ায় একটা ইনিংসই আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল।’
- ট্যাগ:
- খেলা
- বিগ ব্যাশ
- মোহাম্মদ রিজওয়ান