জোট অনিশ্চিত, ৩০০ আসনে প্রার্থী ঠিক করছে এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা তৈরি হতে আরও কয়েক দিন সময় লাগবে। আর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য নির্বাচনী জোট অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে এনসিপি। এরপরও অনেকে মনোনয়ন ফরম নিয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য দেড় হাজারের বেশি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অনলাইন–অফলাইন মিলিয়ে মনোনয়নপ্রত্যাশীদের অধিকাংশের সাক্ষাৎকারও নিয়েছে এনসিপি।
এখন এনসিপি প্রার্থীদের মাঠের পরিস্থিতি যাচাই–বাছাই করছে। এটি শেষ হলে দলের রাজনৈতিক পর্ষদ প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।
জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল আমিন প্রথম আলোকে বলেন, প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই এই তালিকা প্রকাশিত হতে পারে। তবে ৩০০ আসনের তালিকা কয়েক ধাপে প্রকাশ করার সম্ভাবনা বেশি।