পা দেখে যেভাবে রোগ চেনা যায়

প্রথম আলো প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

পায়ের কিছু উপসর্গ বা সমস্যা প্রায়ই শরীরে লুকিয়ে থাকা অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রথম সতর্কবার্তা হিসেবে কাজ করে। এসব উপসর্গ অবহেলা না করে দ্রুত চিকিত্সকের পরামর্শ নেওয়া জরুরি।


পায়ে পানি আসা


পায়ের পাতা, গোড়ালি বা পায়ের নিচের অংশে ফোলাভাব দেখা দিলে চিকিত্সাবিজ্ঞানে ইডিমা বলে। এটি মূলত হৃদ্‌যন্ত্র, কিডনি ও লিভারের সমস্যার একটি গুরুতর ইঙ্গিত।


হৃদযন্ত্রের দুর্বলতা বা হার্ট ফেইলিওর: যখন হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন রক্তনালি থেকে তরল বের হয়ে টিস্যুতে জমা হতে শুরু করে। যেহেতু মাধ্যাকর্ষণ বলের কারণে তরল নিচের দিকে টানে, তাই পা সবার আগে ফুলে ওঠে।


কিডনির রোগ: কিডনি দুর্বল হলে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করে দিতে পারে না। ফলে শরীরে তরল জমা হয়, যা ইডিমা সৃষ্টি করে।


লিভারের সমস্যা: লিভার যখন পর্যাপ্ত পরিমাণে রক্তে প্রোটিন তৈরি করতে পারে না, তখন রক্তনালিতে তরল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং তা টিস্যুতে ছড়িয়ে পড়ে। হঠাৎ পা ফুলে গেলে বা পায়ে পানি জমা হলে জরুরি ভিত্তিতে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও