ভারতের জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র তার তিন মেয়ের জন্য পাত্র খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শোরগোল তুলেছিলেন গেল বছর। সেই কাজে সফলতা এসেছে। বিজ্ঞাপনের মাধ্যমেই এক মেয়ের জন্য পাত্র খুঁজে পেয়েছেন পি সি সরকার।
আর সেই পাত্রের সঙ্গে মেজ মেয়ে মৌবনী সরকারের বিয়েও দিয়েছেন তিনি।
পি সি সরকারের তিন মেয়ে। তারা হলেন মানেকা সরকার, মৌবনী সরকার ও মমতাজ সরকার; তাদের কেউ আছেন অভিনয়ে আবার কেউ ঠাকুরদা ও বাবার পথ ধরে জাদুও দেখান।
বড় মেয়ে মানেকা ও ছোট মেয়ে মমতাজের জন্য এখনও সুপাত্রের সন্ধানে আছেন জাদুশিল্পী ও তার স্ত্রী জয়শ্রী সরকার। কিন্তু তাতে নানা ধরনের বাধা আসছে বলে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে জানিয়েছেন পি সি সরকার।
তিনি বলেন, “বলতেও লজ্জা বোধ হচ্ছে! আধুনিক মানুষ, শিক্ষিত হয়েছি। কিন্তু এখনও সেই জাত-ধর্ম-বর্ণ নিয়ে পড়ে আছি! আমার ম্যাজিকের মধ্যে দিয়ে যেমন নিজেকে প্রকাশ করি, আমি চাই সমাজেও ম্যাজিক ঘটুক।’’