আমরা শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, 'আমরা একটা ভালো নির্বাচন চাই। শতাব্দীর ভালো নির্বাচন চাই।'
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 'কোনো একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টে ২৫-৩০টা প্রস্তাবনা থাকে। আমরা কি সবগুলো সমভাবে সমর্থন করি? না। হয়তো ২০টার মধ্যে ১৫টা করি, পাঁচটার ব্যাপারে আপত্তি থাকে কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি। তারপর তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেই। এ বিষয়টাও (গণভোট) তাই যে, চারটা প্রস্তাবনার ভেতরে আমি হয়তো দুটিতে একমত, একটিতে আধা-আধি, আরেকটাতে একমত না। কাজেই পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না।'
গণমাধ্যমকে এ ব্যাপারে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা মনে করি যে, এই জায়গায় আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। এটাই আমার প্রত্যাশা।'
ইসি সচিব আরও বলেন, 'নির্বাচনী জোয়ারে আমরা আছি। আমাদের মূল দায়িত্বটা হবে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে দেওয়া। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই। শতাব্দীর ভালো নির্বাচন চাই। এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে এবং আমরা সবাই অঙ্গীকারবদ্ধ।'