সাত বছরেও মেলেনি বিচার, হতাশ অরিত্রীর পরিবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬

রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর মৃত্যুর পর সাত বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে হতাশ তার পরিবার।


তার বাবা, মামলার বাদী দিলীপ অধিকারী এখন বলছেন, “আইন সাধারণ মানুষের জন্য না। সর্বোচ্চ চেষ্টা করেও বিচার পেলাম না। বিচারে যা হয় হোক, সমস্যা নাই।”


২০১৮ সালের ২ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় অরিত্রীর কাছে মোবাইল পাওয়া যায়। নকলের অভিযোগ এনে তাকে বের করে দেওয়া হয় হল থেকে। টিসি দেওয়ার হুমকিও দেওয়া হয়।


পরদিন মা-বাবাকে ডেকে নিয়ে ‘অপমান’ করে কর্তৃপক্ষ। মা-বাবার অপমান সহ্য করতে না পেরে ৩ ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।


ওই ঘটনায় অরিত্রীর বাবা দিলীপ অধিকার পরদিন পল্টন মডেল তিন শিক্ষকের বিরুদ্ধে ‘আত্মহত্যার প্ররোচনার’ অভিযোগ এনে মামলা করেন।


দণ্ডবিধির ৩০৫ ধারায় দায়ের করা মামলায় তিনি বলেন, পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে, এমন অভিযোগে অরিত্রীকে পরদিন তার মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও